Time         
Rawan Bin Ramzan Granada Madrasah
Manikganj
EIIN - 0000   Madrasah Code - 0000

Principal Image

Abu Sayed Mahmud

Message of The Superintendent
Superintendent
Abu Sayed Mahmud

বিসমিল্লাহির রহমানির রহীম

সকল প্রসংশা ঐ মহান রবের জন্য যিনি মানুষ সৃষ্টি করেছেন । অতঃপর তাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন যা সে জানতনা। অসংখ্য দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারী শেষ নবী মুহাম্মাদ (স.) এর প্রতি যিনি বিশ^ মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন।


সম্মনিত সুধী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ধারা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষা। সাধারণ শিক্ষার পাশপাশি সমান্তরালভাবে এটি বয়ে চলেছে দীর্ঘদিন ধরে এবং এ দেশের জন-মানসে তার স্থান করে নিয়েছে সুরক্ষিত ও সুদৃঢ়ভাবে। ধর্মীয় শিক্ষা ও জাগতিক শিক্ষা দুটি পরস্পরের পরিপূরক। এর সমন্বিত ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানিক রূপই হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা।

 
এরই ধারাবাহিকতায় কুরআন, সুন্নাহ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপোগী ইসলামিক স্কলার তৈরী করার লক্ষ্য- উদ্দেশ্যকে সামনে রেখে মানিকগঞ্জ পৌরসভার অন্তর্গত নয়াকান্দিতে রাওয়ান বিন রমজান (ক্যাডেট) গ্রানাডা মাদ্রাসাটি ২০১০ সালে মানিকগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ¦ মো. রমজান আলী প্রতিষ্ঠা করেন। 
পরবর্তীতে ২০২৩ সালের ১১ নভেম্বর সেন্টার ফর যকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে।
বর্তমানে মাদ্রাসাটিতে হিফজ, নাজেরা, নূরানী ও ইবতেদায়ী (জেনারেল) বিভাগ চালু আছে। যেখানে অধিকাংশ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীসহ সাধারণ ছাত্রদের জন্যও আবাসিক/অনাবাসিক ব্যবস্থাপনায় মানসম্মত শিক্ষা, আবাসন ব্যবস্থা ও স্বস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা হচ্ছে।


আমাদের লক্ষ্য অত্র প্রতিষ্ঠান থেকে ছাত্ররা হিফজ এর পাশাপাশি ইবতেদায়ী (জেনারেল) প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে একদিকে যেমন বিশ^মানের হাফেজ হবে অন্যদিকে সিজেডএম পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (দাখিল/আলিম) প্রতিষ্ঠানসমূহে ভর্তি হয়ে নিজেকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলবে।
অত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ তা’আলা আমাদের উদ্যোগকে সফল করুন এবং সকল প্রচেষ্টাকে কবুল করুন - আমীন ।

Login